Kunal Kamra | কৌতুকশিল্পী কুনাল কামরার সাথে সব সম্পর্ক ছিন্ন করলো 'বুক মাই শো'! ওয়েবসাইট থেকে মোছা হয়েছে কনটেন্ট!
Saturday, April 5 2025, 4:37 pm

কৌতুকশিল্পী কুণাল কামরাকে তাদের শিল্পী তালিকা থেকে সরিয়ে দিল 'বুক মাই শো'। কুণাল সংক্রান্ত যাবতীয় কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হয়েছে।
সম্প্রতি কৌতুক শিল্পী কুণাল কামরা নিজের একটি শো এর ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন। সেখানে তিনি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কটাক্ষ করেন। তাঁর মন্তব্যে ক্ষেপে যায় একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা। তারা ওই শো এর ভেন্যু ভাঙচুর করে। কুণালকে ব্যান করার দাবিতে 'বুক মাই শো'কে চিঠি দিয়েছিলেন শিবসেনার যুবনেতা রাহুল এন কানাল। এদিন কুণাল কামরাকে তাদের শিল্পী তালিকা থেকে সরালো 'বুক মাই শো'। ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে কৌতুকশিল্পীর যাবতীয় কনটেন্ট।
- Related topics -
- বিনোদন
- কুনাল কামরা
- টিভিশো
- reality show
- ইউটিউব
- youtuber
- শিবসেনা
- মহারাষ্ট্র