শিক্ষা

অনলাইনেই হবে পাঠ! এ বছর খুলছে না কলেজ, জানিয়ে দিলো শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী।

অনলাইনেই হবে পাঠ! এ বছর খুলছে না কলেজ, জানিয়ে দিলো শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী।
Key Highlights

চলতি বছরে আর কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। রবিবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পরে ঠিক হয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে এ বছর আর সশরীরে হাজির থেকে ক্লাস করা হবে না। আপাতত অনলাইনেই চলবে পড়াশোনা। প্রথম সিমেস্টারের পঠনপাঠনও শুরু হবে অনলাইনে। বোঝা কমানো হবে পাঠ্যক্রমের। কোন বিষয়ের কোন অংশে কতটা পাঠভার লাঘব করা যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকেই।বৈঠকের পরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এখন অনলাইন ছাড়া গতি নেই। ছাত্রছাত্রীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে এনে ক্লাস করার জন্য উপাচার্যেরা আরও সময় চেয়েছেন। তাঁদের কেউই এখন হস্টেল খুলতে চাইছেন না। তাই শুধু ক্লাস নয়, আপাতত পরীক্ষাও অনলাইনে হবে। মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানাব।’’