৫ মিনিটেই ডিমেনসিয়া, এমসিআই শণাক্ত করার নতুন কম্পিউটারাইজড নিয়ে এলেন জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি

Wednesday, March 10 2021, 5:31 am
highlightKey Highlights

ডিমেনসিয়া এবং কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, এই দুই রোগের প্রকোপই ক্রমশ বাড়ছে। আর একবার রোগ পাকাপাকিভাবে বাসা বাঁধলে চিকিৎসায় উন্নতি হওয়ার আশা বিরল। তখন স্মৃতিশক্তি আরও দুর্বল হতেই থাকবে। এবার রোগের প্রাথমিক দশাতেই তাদের শণাক্ত করার জন্য নতুন কম্পিউটারাইজড ব্যবস্থা নিয়ে এলেন জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটির গবেষকরা। বিশেষ করে প্রাথমিক দশাতেই ধরা পড়বে, রোগটি আদৌ ডিমেনসিয়া, নাকি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। প্রাথমিক দশায় সঠিক চিকিৎসা না পাওয়ার ফলে অধিকাংশ ক্ষেত্রেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে জানিয়েছেন গবেষণাদলের সদস্য নাগুচি সিনোহারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File