Howrah Bridge | হাওড়া ব্রিজে আলো জ্বালবে কোল ইন্ডিয়া! সঙ্গে থাকবে সমন্বিত মিউজিক শো!

Friday, June 13 2025, 5:13 am
Howrah Bridge | হাওড়া ব্রিজে আলো জ্বালবে কোল ইন্ডিয়া! সঙ্গে থাকবে সমন্বিত মিউজিক শো!
highlightKey Highlights

এই চুক্তির মাধ্যমে ৮০ বছরের পুরনো এই বিস্ময়কর স্থাপত্য তথা হাওড়া ব্রিজকে আরও দৃষ্টিনন্দন করে তুলবে কোল ইন্ডিয়া।


হাওড়া ব্রিজে এবার আলো জ্বালাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া। সম্প্রতি কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের সঙ্গে একটি চুক্তি হয়েছে কোল ইন্ডিয়ার। এই চুক্তির মাধ্যমে ৮০ বছরের পুরনো এই বিস্ময়কর স্থাপত্য তথা হাওড়া ব্রিজকে আরও দৃষ্টিনন্দন করে তুলবে কোল ইন্ডিয়া। তাও আবার এই আলো জ্বালানো হবে সৌরবিদ্যুতের মাধ্যমে। জানা গিয়েছে,হাওড়া ব্রিজের আলোকসজ্জা নিয়ে এই পরিকল্পনায় থাকবে সেতুর কাঠামো বরাবর আলোকসজ্জা এবং আলোর সঙ্গে সমন্বিত মিউজিক শো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File