আন্তর্জাতিক বিমানবন্দর, ৪ লেনের বাইপাস তৈরী হবে অযোধ্যায়!মাস্টারপ্ল্যান করছেন যোগী আদিত্যনাথ।

Friday, November 13 2020, 7:51 am
highlightKey Highlights

আধুনিক বৈদিক শহর হিসেবে তুলে ধরা হয় নব্য অযোধ্যাকে। এখানে প্রতিষ্ঠিত হবে রামচন্দ্রের বিশালতম মন্দির, রামচন্দ্রের বিশাল মূর্তি যা বিশ্বের উচ্চতম মূর্তি হতে পারে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করছে এ ব্যাপারে। অযোধ্যায় রেলের ডাবল লাইন করা হচ্ছে। অযোধ্যা থেকে সুলতানপুর পর্যন্ত তৈরি হচ্ছে ৪ লেনের রাস্তা। অযোধ্যা ধামে যাওয়ার জন্য সোহাওয়াল থেকে বিক্রমজোট পর্যন্ত বাইপাস তৈরির প্রস্তাব জমা দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ১৫০০ কোটি টাকায় রায় বরেলি থেকে অযোধ্যা পর্যন্ত ৪ লেনের রাস্তাও তৈরি হবে। সম্প্রতি পর্যটন বিভাগের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, অযোধ্যাকে গ্লোবাল সিটি হিসেবে তুলে ধরতে একটি কনসালট্যান্ট সংস্থার সাহায্য নিতে চলেছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File