CM Mamata Banerjee | ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই মতুয়াদের, 'প্রতারণা করা হয়েছে'- দাবি মুখ্যমন্ত্রীর

খসড়া ভোটার তালিকায় বিপুল ত্রুটি–বিচ্যুতি থাকতে পারে বলেও তৃণমূলনেত্রী মনে করছেন।
রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হতেই জানা গিয়েছে মতুয়া বলয়ের বহু মানুষের নাম ২০০২এর ভোটার তালিকায় নেই। এদিন বনগাঁর সভায় মতুয়া মহাসঙ্ঘের দেওয়া কার্ড নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওরা বলছে, এই কার্ড নিয়ে গেলে ভোটার তালিকায় নাম উঠে যাবে। নির্বাচন কমিশনের নির্দেশিকায় কি এটা লেখা আছে? আপনাদের সঙ্গে প্রতারণা করছে, চিট করছে। এই কার্ডে লিখে দিচ্ছে, আপনি বাংলাদেশি নাগরিক, ক্ষতি করছে আপনাদের। ২০০২এর ভোটার তালিকার ভিত্তিকে ম্যাপিং করছেন আর সার্টিফিকেট দিচ্ছেন ২০২৫এর?’
