CM Mamata Banerjee । উপনির্বাচনের পর নৈহাটিতে মুখ্যমন্ত্রী, আজ বড়মার কাছে দেবেন পুজোও

Tuesday, November 26 2024, 5:15 am
CM Mamata Banerjee । উপনির্বাচনের পর নৈহাটিতে মুখ্যমন্ত্রী, আজ বড়মার কাছে দেবেন পুজোও
highlightKey Highlights

নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রীর প্রথম নৈহাটি সফর। বড়মার মন্দিৰে দেবেন পুজোও। আজ মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা এদিন নিজেদের মধ্যে বৈঠক করেন।


উপনির্বাচনে বিপুল ভোট জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দুপুর ২.৩০ টের সময় মন্দিরে যাবেন। মন্দিরের নিয়ম অনুয়ায়ী২ টো থেকে ৪টে পর্যন্ত মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকে।সেসময়ই বড়মার দর্শন করবেন মুখ্যমন্ত্রী। নৈহাটি উপনির্বাচনের পর প্রথম নৈহাটি সফরে একাধিক বৈঠক করতে পারেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File