বিরুলিয়া বাজারে মমতার আঘাতে এখনও চুপ নন্দীগ্রামের প্রতিপক্ষ শুভেন্দু, মুখ খোলেননি মোদী থেকে শাহ
Thursday, March 11 2021, 7:27 am
Key Highlightsগতকাল নন্দীগ্রাম বিরুলিয়া বাজারের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে হামলা হয়েছে, যার ফলে তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি এস এস কে এম হাসপাতলে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা দেশজুড়ে তোলপাড় হয়ে গেছে; সারা ফেলেছে রাজ্য থেকে জাতীয় রাজনীতি। কিন্তু এমন সময় অনেক অনেকরকম মন্ত্বব্য করলেও বিরোধী পার্টি বিজেপির কোনো নেতা তথা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের কেউ এবিষয়ে কিছু বলেননি।
- Related topics -
- রাজ্য
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী
- এস এস কে এম হাসপাতাল

