Mamata on SSC | 'শিক্ষকরা নির্দিষ্ট সময়ে বেতন পাবেন'! চলতি বছরের মধ্যে সমস্যা মেটানোরও আশ্বাস মুখ্যমন্ত্রীর!

নবান্ন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চলতি বছরের মধ্যেই শিক্ষকদের সমস্যা মিটিয়ে দেওয়া হবে।
এসএসসি মামলার সুপ্রিম শুনানিতে কিছুটা স্বস্তি পেলেন চাকরিহারারা। ‘টেন্টেড’ হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার সুযোগ দিয়েছে শীর্ষ আদালত। এরপরই নবান্ন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চলতি বছরের মধ্যেই শিক্ষকদের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি বেতন দেওয়ার কথাও বললেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আপাতত স্বস্তি। এখন বেতন দেওয়া যাবে। সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষকরা নির্দিষ্ট সময়ে বেতন পাবেন। এই বছরের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি।’