R G Kar Case | ‘তিলোত্তমা’ ধর্ষণ-খুন কাণ্ডে দোষী সঞ্জয়! সোমবার সাজা ঘোষণা! সেদিন শোনা হবে সঞ্জয়ের বক্তব্যও
Saturday, January 18 2025, 9:54 am
Key Highlights
এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস।
দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়! আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার এমনই রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস। বিচারক বলেন, ‘সব প্রমাণ জমা পড়েছে। সেই প্রমাণের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হচ্ছে।’ সোমবার শাস্তি ঘোষণা করবে আদালত। এদিকে দোষী সঞ্জয় রায়ের বক্তব্য,' আমাকে ফাঁসানো হচ্ছে। যারা করেছে কেন ছাড়া হচ্ছে তাদের?’ সোমবার বিচারক সঞ্জয়ের কথা শুনবেন।