Himachal Samosa Case | হিমাচলের মুখ্যমন্ত্রীর চুরি হওয়া 'সিঙাড়া'র তদন্তে CID! পাঁচ পুলিশকর্মীকে পাঠানো হলো শোকজ নোটিশ

Friday, November 8 2024, 10:46 am
highlightKey Highlights

সিঙাড়া 'রহস্যে'র তদন্তে নেমে ৫ পুলিশকর্মীদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।


সিঙাড়া 'রহস্যে'র তদন্তে নেমে ৫ পুলিশকর্মীদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। ঘটনার সূত্রপাত হয় গত মাসে। সিমলায় হিমাচলপ্রদেশের সিআইডি’র সাইবার সেলের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। কিন্তু তাঁর জন্য পাঁচতারা হোটেল থেকে আনানো সিঙাড়া চুরি হয়ে যায়। এরপর সিআইডি তদন্তের নির্দেশ দেয় কংগ্রেস। শুরু হয় সিআইডি তদন্তও। এরপর জানা যায়, পাঁচ পুলিশকর্মী মিলে সেই সব সিঙাড়া খেয়ে ফেলেছিল। সেই পুলিশকর্মীদের বিরুদ্ধে 'সরকার বিরোধী কার্যকলাপে'র অভিযোগ এনে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File