Kolkata Metro | ৬০০ মিটার জোড়ার কাজ শুরু করলো মেট্রো, ভাগ করা হলো চিংড়িহাটার রাস্তা!
Thursday, January 22 2026, 8:44 am

Key Highlightsকলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর চিংড়িহাটায় ৬০০ মিটার জোড়ার কাজ শুরু করেছে কলকাতা মেট্রো।
কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর চিংড়িহাটায় ৬০০ মিটার জোড়ার কাজ শুরু করেছে কলকাতা মেট্রো। যার জন্য আলাদা আলাদা রুটে ভাগ করে দেওয়া হল চিংড়িহাটার রাস্তা। সাইন্স সিটির দিক থেকে যে রাস্তা উল্টোডাঙার দিকে যাচ্ছে, ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশ থেকে নতুন রাস্তা দিয়ে যান চলাচল শুরু করেছে পুলিশ। চিংড়িহাটা উড়ালপুলের ওঠার আগে রাস্তাটিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। এবার থেকে বাস এবং মালবাহী যানগুলি ক্যাপ্টেন ভেড়ির সামনে দিয়ে ঢুকে চিংড়িহাটার দিকে বেরোবে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো কর্তৃপক্ষ


