Diabetes Cure | ডায়াবিটিস রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করার যুগান্তকারী আবিষ্কার করলেন চীনা গবেষকরা
Tuesday, July 23 2024, 1:43 pm

মধুমেয় রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করার যুগান্তকারী আবিষ্কার করলেন চীনা গবেষকরা।
সুগার বা মধুমেয় রোগ বর্তমানে ঘরে ঘরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট অনুযায়ী, ভারতে ৭৭ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে টাইপ টু ডায়াবিটিস রয়েছে, তাদের মধ্যে প্রায় ২৫ মিলিয়ন ডায়াবিটিসের হাই রিস্কের রেঞ্জ রয়েছেন। এই অবস্থায় মধুমেয় রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করার যুগান্তকারী আবিষ্কার করলেন চীনা গবেষকরা। চাইনিজ অ্যাক্যাডেমি অফ সায়েন্স এন্ড রেনজি হাসপাতালের অধীনে চীনের সাংঘাই চাংঝেং হাসপাতাল এবং সেন্টার ফর এক্সিলেন্স ইন মলেকিউলার সেল সাইন্সের একদল বিজ্ঞানী এই যুগান্তকারী আবিষ্কার করেছেন।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- ডায়াবেটিস
- গবেষণা
- চিন