ভারতে আগত চিনা নাগরিককে ঘিরে বাড়ছে রহস্য, চিন ভিসা দেয়নি এর আগেও ৪ বার বেআইনি ভাবে এসেছে ভারতে
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsগত বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তে মালদহের কালিয়াচকের মিলিক সুলতানপুর এলাকা থেকে হান জুনেইয় নামে এক চিনা নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। সন্দেহজনক লাগায় তাঁকে আটক করা হয় তারপর তল্লাশি এবং জেরা করা হয়। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, গত ২ রা জুন বিজনেস ভিসা নিয়ে চিনের হুবেই প্রদেশের বাসিন্দা হান ঢাকায় পৌঁছান। তারপর সেখানে তাঁর এক চিনা বন্ধুর সঙ্গে ছিলেন হান। গত ৮ জুন বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ জেলার একটি হোটেল ভাড়া নিয়ে দু’দিন ছিলেন তারপরই ১০ জুন ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকার সময়েই গ্রেফতার হন।
- Related topics -
- দেশ
- বাংলাদেশ
- চিনা নাগরিক
- গ্রেফতার
- রাজ্য

