আন্তর্জাতিক

China Mega Dam | ব্রহ্মপুত্রে নদের ‘জলবোমা’বাঁধ তৈরী করছে চিন! শুকিয়ে যেতে পারে নদের ৮৫ শতাংশ জল!

China Mega Dam | ব্রহ্মপুত্রে নদের ‘জলবোমা’বাঁধ তৈরী করছে চিন! শুকিয়ে যেতে পারে নদের ৮৫ শতাংশ জল!
Key Highlights

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, শুখা মরসুমে ভারতে ব্রহ্মপুত্রের জল ৮৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এই বাঁধের কারণে।

তিব্বতের অংশে থাকা ব্রহ্মপুত্রে নদের উপর বিরাট ‘জলবোমা’ তৈরী করছে চিন। এই ‘জলবোমা’ হলো বিশালাকার বাঁধ, যার ফলে সমস্যায় পড়তে পারে ভারত। কারণ রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, শুখা মরসুমে ভারতে ব্রহ্মপুত্রের জল ৮৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এই বাঁধের কারণে। এই সমস্যা এড়াতে চিনের বাঁধের পাল্টা বাঁধ নির্মাণেই বিশ্বাসী নয়াদিল্লি। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের এক বিশেষ এলাকায় সেই সংক্রান্ত জরিপের কাজে গিয়ে নয়াদিল্লির একটি প্রতিনিধি দল। আঁটোসাঁটো সেনা নিরাপত্তার মধ্যে চলেছে পরিক্ষণের কাজ।