Child Trafficking । সিআইডির হাতে গ্রেপ্তার শিশু পাচার চক্রের চাঁই, ধৃতের সাথে যোগ রয়েছে নার্সিংহোমের
শিশু পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হল আরও এক ব্যক্তি। তাঁর সঙ্গে চক্রের চাঁইয়ের সরাসরি যোগ রয়েছে বলে খবর।
শিশু পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হল ১ব্যক্তি। তাঁর সাথে চক্রের চাঁইয়ের সরাসরি যোগ রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সৌরভ অধিকারী। সে নদিয়ার হাঁসখালির বাসিন্দা। কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে কাজ করতে শুরু করে সে। সৌরভের সঙ্গে শিশু পাচার চক্রের অন্যতম মাথা গৃহবধূ মুকুল সরকারের যোগ পেয়েছিলো পুলিশ। দ্রুত মুকুলকেও গ্রেফতার করা হয়। চক্রের বাকিদের ধরতে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিআইডি।