রাজ্যরাজনৈতিক হিংসার জেরে ঘরছাড়া শিশুদের ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ
নির্বাচনের পরে যে সকল শিশু ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল শিশু সুরক্ষা কমিশন। কোচবিহারের জেলাশাসককে এক চিঠিতে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের সচিব রুপালি বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শিশুদের শিক্ষা সামগ্রী ও পোশাক সরবরাহ করার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এছাড়াও তাদের চিকিৎসা ব্যবস্থার দিকেও নজর রাখতে হবে। কোচবিহারের ত্রাণশিবিরে অন্তত ৪২টি ঘরছাড়া শিশু রয়েছে, তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।