দুর্ঘটনার কবলে বাংলা ধারাবাহিক ‘বালিকাবধূ’, ‘দেবী চৌধুরানি’র জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়

Wednesday, January 20 2021, 8:15 am
দুর্ঘটনার কবলে বাংলা ধারাবাহিক ‘বালিকাবধূ’, ‘দেবী চৌধুরানি’র জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়
highlightKey Highlights

পথ দুর্ঘটনার কবলে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। আহত হয়েছেন আরও ৫ জন। অদ্রিজা সম্পর্কে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর নাতনি। বৃহস্পতিবার হুগলির নাটাগড়ের কাছে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। অদ্রিজার ঘাড়ে, মুখে আঘাত লেগেছে। তবে কারওরই আঘাত খুব গুরুতর নয় বলে খবর হাসপাতাল সূত্রে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে কালনার কেশবপুর গ্রামে যাচ্ছিল অদ্রিজা ও তার পরিবার। সেখানে তাদের এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। গাড়িতে অদ্রিজার মা পায়েল, বাবা ইঙ্গিত-সহ ছিলেন মোট ৬ জন। অদ্রিজার মায়ের সবচেয়ে বেশি আঘাত লেগেছে বলে খবর। সকলকে উদ্ধার করে নিকটবর্তী কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৬ জনের চিকিৎসা শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File