Maha Kumbh | মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
Wednesday, January 29 2025, 5:29 pm
Key Highlights
মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুতে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার রাতে তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রীর তরফে আরও জানানো হয়েছে, দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার ব্যবস্থা কড়া করা হচ্ছে মহাকুম্ভে। তিন সদস্যের টিম গঠন করে এই মর্মান্তিক ঘটনার বিচারবিভাগীয় তদন্তও শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে সরকারে কাছে।