BGBS । বাংলায় বিনিয়োগে আগ্রহী আমেরিকা, বিদেশী রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী

Saturday, November 30 2024, 4:12 am
highlightKey Highlights

শুক্রবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি নিয়ে শিল্পপতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে মার্কিন কনসাল জেনারেল ক্যাথি গিলস ডিয়াজ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে উৎসাহী।


শুক্রবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি নিয়ে শিল্পপতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে মার্কিন কনসাল জেনারেল ক্যাথি গিলস ডিয়াজ জানান, পশ্চিমবঙ্গ বর্তমানে বিনিয়োগের জন্য উপযুক্ত রাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে উৎসাহী। এদিন বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্পপতিদের মধ্যে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, প্রসূন মুখার্জি, রুদ্র চ্যাটার্জি, ইমামি গোষ্ঠী। সম্প্রতি মার্কিন মুলুকে ক্ষমতায় এসেছেন ট্রাম্প।এই পরিস্থিতিতে এই আশ্বাস বাংলার জন্য আশাব্যাঞ্জক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File