Banglar Bari Project । ‘বাংলার বাড়ি’ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, প্রথম দফায় ৪২ জন পেলো অনুমোদনপত্র
মঙ্গলবার থেকে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। প্রথম দফায় বাড়ি তৈরির ৬০ হাজার টাকা দেওয়া হচ্ছে। পরের কিস্তিতে আরও ৬০ হাজার, মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।
মঙ্গলবার নবান্ন সভাঘরে উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাড়ি তৈরির জন্যে প্রথমে ৬০ হাজার, পরের কিস্তিতে আরও ৬০ হাজার, মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের। প্রথম দফায় ৪২ জনের হাতে দেওয়া হলো চেক ও স্মারকপত্র। এই দফায় মোট ১২ লক্ষ পরিবারকে দেওয়া হবে এই আর্থিক সাহায্য। বাকি প্রায় ১৬ লক্ষ যোগ্য পরিবারকে আগামী ২০২৫ সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে।
- Related topics -
- রাজ্য
- প্রকল্প
- মমতা ব্যানার্জী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার