Digha Jagannath Temple | ১০ লক্ষ টাকার বিমা করানো হলো জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলকদের, সৌজন্যে মুখ্যমন্ত্রী
Wednesday, April 30 2025, 8:11 am
Key Highlightsপ্রত্যেক ধ্বজা উত্তোলকের জন্য মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমা করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গবার দিঘার জগন্নাথ মন্দিরে পুজো শেষে বিকেল ৩টে ৫০ মিনিটে পুরী থেকে আসা অভিজ্ঞ ধ্বজা উত্তোলক বিভূতি দাস ‘শ্রী চক্রে’ ধ্বজা প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। ধ্বজা উত্তোলক নেমে আসতেই প্রত্যেক ধ্বজা উত্তোলকের জন্য মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেন মমতা। উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরে বিভূতি ছাড়াও পুরী থেকে আসা অজয় নায়েক সহ মোট ৩ জন ধ্বজা উত্তোলক নিয়োগ হয়েছেন। এই তিনজন প্রতিদিন বিকেলে ধ্বজা পরিবর্তন করবেন। এরজন্য উপযুক্ত পারিশ্রমিকও পাবেন তাঁরা।

