CM Mamata | কাশ্মীরে শহিদ জওয়ানের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

পহেলগাঁও জঙ্গি হামলার পর কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পহেলগাঁও জঙ্গি হামলার পর কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুতির কাশিমনগরের ওয়াকফ অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। পাশাপাশি ওয়াকফ অশান্তিতে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও আর্থিক সাহায্যের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।