Star Theater | পদধূলী পড়েছিল শ্রীরামকৃষ্ণ-ঈশ্বরচন্দ্র-রবীন্দ্রনাথের! সেই 'স্টার থিয়েটারে'র নাম বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা
শহর কলকাতার খ্যাতনামা নাট্যমঞ্চ'স্টার থিয়েটারে'র নাম বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শহর কলকাতার খ্যাতনামা নাট্যমঞ্চ'স্টার থিয়েটারে'র নাম বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নতুন নাম হবে ‘বিনোদিনী মঞ্চ’। এই নয়া নামের নেপথ্যে রয়েছেন কারিগর বিনোদিনী দাসী। ১৮৮৩ সালে স্থাপিত হয় 'স্টার থিয়েটার' নাট্যমঞ্চ। যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস। এখানে নাটক দেখতে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগদ্বখ্যাত ব্যক্তিত্ব।
- Related topics -
- শহর কলকাতা
- বিনোদন
- বাংলা থিয়েটার
- মমতা ব্যানার্জী