উৎসব ২০২৪

Chhath Puja 2024 | আজ থেকে শুরু ছটপুজো, জানুন এদিন কী করবেন এবং কী করবেন না?

Chhath Puja 2024 | আজ থেকে শুরু ছটপুজো, জানুন এদিন কী করবেন এবং কী করবেন না?
Key Highlights

মূলত ছট বা ছঠ, ষষ্ঠী নামের অপভ্রংশ। সূর্যষষ্ঠী ব্রত হওয়ায় জন্য একে 'ছট' বলা হয়।

আজ থেকে শুরু হলো ছটপুজো। এই পুজো হবে আগামীকাল পর্যন্ত। ফলে আজ সূর্যদেবের উপাসনায় গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই ভিড়। মূলত ছট বা ছঠ, ষষ্ঠী নামের অপভ্রংশ। সূর্যষষ্ঠী ব্রত হওয়ায় জন্য একে 'ছট' বলা হয়। বিশ্বাস করা হয়, ছট পুজোর দিনগুলিতে ঘি দিয়ে রান্না করলে ভাল হয়। রান্নায় সষ্যের তেল ব্যবহার এসময় না করলেই ভাল হয়। এসময় সৈন্ধব লবন ব্যবহার করাই শ্রেয়। ছট পুজোর দিনগুলিতে চুল কাটানো বা নখ কাটাকাটি শুভ বলে মনে করা হয়না।