Cheteshwar Pujara | ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন কিংবদন্তি ডিফেন্স আতঙ্ক 'চেতেশ্বর পূজারা'

এ দিন সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে অবসরের কথা ঘোষণা করেন চেতেশ্বর পূজারা।
কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পর যাঁর ডিফেন্স নিয়ে আতঙ্ক থাকতেন প্রতিপক্ষ বোলাররা, সেই চেতেশ্বর পূজারা এবার ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে অবসরের কথা ঘোষণা করেছেন পূজারা। অস্ট্রেলিয়ার বোলারদের কাছেও ত্রাস ছিল পূজারার ডিফেন্স। টেস্টে প্রায় ৪৪ গড়ে ৭১৯৫ রান। ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফসেঞ্চুরি করেছেন। ভারতের টেস্ট দল থেকে আগেই বাদ পড়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করাই ছিল লক্ষ্য। তবে ভারতীয় দলে নতুনদের দাপট অব্যাহত। ক্রিকেটে শেষ হলো পূজারা যুগ।