CSKvsMI | হলুদ ঝড়ে উড়ে গেলো হার্দিক-বুমরাহীন মুম্বাই ইন্ডিয়ান্স, ৪ ইউকেটে জিতলো ধোনির চেন্নাই
Sunday, March 23 2025, 6:29 pm

অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এবং দলের বোলিং বিভাগের মুল অস্ত্র জসপ্রীত বুমরাহহীন নড়বড়ে মুম্বই ইন্ডিয়ান্সকে সহজেই হারালো ধোনি, ঋতুরাজদের চেন্নাই সুপার কিংস।
রবিবার আইপিএলের তৃতীয় ম্যাচে চেপক স্টেডিয়ামে হলুদ ঝড়। আজ টস জিতে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। তবে সিএসকের বোলারদের দাপটে তারা ২০ ওভারেই ৯ উইকেট খুঁইয়ে ফেললো। তিলক ভার্মার ৩১, সূর্যকুমার যাদবের ২৯ এবং দীপক চাহারের ২৮ রানের ইনিংস মুম্বইকে পৌঁছে দেয় ১৫৫ রানে। চেন্নাইয়ের হাল ধরেন রাচীন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের হয়ে ৬৫ রান করেন রাচীন রবীন্দ্র। ৫৩ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। এদিন ৪ উইকেটে ম্যাচ জিতলো চেন্নাই।