বিনোদনমা ও মেয়ের দুষ্টু-মিষ্টি সম্পর্কের কাহিনি নিয়ে আসছে ‘চিনি’, প্রকাশ্যে ট্রেলার।
টাইগার শ্রফের সিক্স প্যাকে মুগ্ধ, ডিস্কোয় উদ্দাম নাচা বাঙালি মা এবং মা’কে শাসন করা মেয়ের কাহিনি তুলে ধরেছেন পরিচালক মৈনাক ভৌমিক। তবে বাহ্যিক হাস্যরসের মোড়কে লুকিয়ে রয়েছে ভিন্ন কাহিনি। শনিবারই প্রকাশ্যে এল অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার অভিনীত ‘চিনি’র ট্রেলার। মৈনাকের ছবির এই দুষ্টু-মিষ্টি মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য ছাড়া আর কারও কথা যেন ভাবাই যেত না। অপরাজিতার অনস্ক্রিন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। দুই নারীর মাঝের পুরুষ তথা মধুমিতার অনস্ক্রিন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। বছরশেষের রিলিজ হিসেবে এসভিএফ সংস্থার প্রযোজনায় বড়দিনে মুক্তি পাচ্ছে ‘চিনি’।