Chandrayaan 3 | চন্দ্রপৃষ্ঠে আনুমানিক ৩৮৫ কোটি বছর আগে তৈরি গর্তর ওপর অবতরণ করেছিল চন্দ্রযান ৩
চন্দ্রপৃষ্ঠে থাকা সুপ্রাচীন গর্তগুলির মধ্যে একটিতে অবতরণ করেছিল ভারতের চন্দ্রযান ৩।
২০২৩ এর আগস্ট মাসে প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ইতিহাস গড়ে ইসরোর চন্দ্রযান ৩। তবে এখানেই তার ইতিহাস গড়া শেষ নয়, নানান নতুন নতুন তথ্য আবিষ্কার করেছে এই মহাকাশযান। এবার বিজ্ঞানীরা জানালেন, চন্দ্রপৃষ্ঠে থাকা সুপ্রাচীন গর্তগুলির মধ্যে একটিতে অবতরণ করেছিল ভারতের চন্দ্রযান ৩।গর্তটি আনুমানিক ৩৮৫ কোটি বছর আগে তৈরি হয়েছিল। সেটি প্রায় ১৬০ কিমি বিস্তৃত। চাঁদের এই অংশে এর আগে কোনও দেশ পৌঁছতে পারেনি।
L
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- চন্দ্রাভিযান