Chandrayaan 3 | ফের নয়া তথ্যের আবিষ্কর করলো চন্দ্রযান ৩, সন্ধান মিললো প্রায় ৪২০ কোটি বছর পুরোনো গর্তের
Monday, September 23 2024, 12:35 pm
Key Highlights
রোভার এক সুবিশাল গর্তের সন্ধান পেয়েছে। যা ১৬০ কিলোমিটার চওড়া।
ফের চাঁদ সম্পর্কে নয়া তথ্য আবিষ্কার করলো ইসরোর চন্দ্রযান ৩। রোভার এক সুবিশাল গর্তের সন্ধান পেয়েছে। যা ১৬০ কিলোমিটার চওড়া। বিজ্ঞানীদের ধারণা, আইটকেন অববাহিকা তৈরি হওয়ার আগেই এই গর্ত সৃষ্টি হয়েছিল। চাঁদের দক্ষিণ মেরুর আইটকেন অববাহিকার বয়স প্রায় ৪২০ কোটি বছর বলে মনে করা হয়। আর রোভার যে গর্তের সন্ধান দিয়েছে, সেটা যেহেতু আইটকেন অববাহিকার আগেও তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা, তাই সেই গর্তের বয়স কম করে ৪২০ কোটি বছর হবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- চন্দ্র
- চন্দ্রাভিযান