দেশ

Chandigarh | চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ করে ছুড়ে ফেলা হলো রেললাইনে, কাটা পড়লো নির্যাতিতার পা!

Chandigarh | চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ করে ছুড়ে ফেলা হলো রেললাইনে, কাটা পড়লো নির্যাতিতার পা!
Key Highlights

চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ করে ট্রেন থেকে ছুড়ে ফেলের অভিযোগ! কাটা পড়ে মহিলার একটি পা!

চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ করে ট্রেন থেকে ছুড়ে ফেলের অভিযোগ! কাটা পড়ে মহিলার একটি পা! অমানবিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। জানা গিয়েছে, কয়েকদিন আগে সোনিপতের রেললাইন থেকে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা চিকিৎসককে তিনি জানান, পানিপথের কাছে ট্রেনে চেপে যাওয়ার সময় তিন,চার যুবক তাঁকে গণধর্ষণ করে। এরপর ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয়। পাশের ট্রাকে পড়তেই সঙ্গে সঙ্গে চলে আসে একটি ট্রেন। ইতিমধ্যেই পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করেছে।