Yuzvendra Chahal | ‘সুগার ড্যাডি’ টি-শার্টে আদালতে পৌঁছলেন চাহাল, ৪ কোটির খোরপোশ চাওয়ায় ব্যঙ্গ প্রাক্তন ধনশ্রীকে?
Thursday, March 20 2025, 5:16 pm
Key Highlightsখোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী বর্মা। আদালতে কালো টি-শার্ট পরে প্রবেশ করলেন ভারতীয় স্পিনার, যার উপর লেখা ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’।
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে নৃত্যশিল্পী ধনশ্রী বর্মার। খোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী। তা নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। বৃহস্পতিবার কালো মাস্ক পরে আদালতে হাজির হন চাহাল এবং ধনশ্রী। নিয়মনীতি মেনে বিবাহবিচ্ছেদ শেষ হতেই জ্যাকেট খুলে আদালত থেকে বেরোন চাহাল। নজর কাড়ে তার কালো টি শার্ট, যার উপর লেখা ছিল ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়ে যায়।
- Related topics -
- খেলাধুলা
- যুজবেন্দ্র চাহাল
- ধনশ্রী ভার্মা
- ডিভোর্স
- বিবাহ
- ক্রিকেটার

