'কোভিড প্যাকেজের টাকা কী ভাবে খরচের পরিকল্পনা', রাজ্যগুলির কাছে জানতে চাইল কেন্দ্র

Wednesday, July 28 2021, 11:53 am
highlightKey Highlights

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঘটেছে এক বড়সড় রদবদল। অন্যদিকে বিজ্ঞানীদের আশঙ্কানুযায়ী, তৃতীয় ঢেউয়ের প্রেক্ষিতে করোনার ডেল্টা এবং ডেল্টা প্লাস স্ট্রেন (এওয়াই-১) চলতি বছরেই তার চোখ রাঙানি শুরু করতে চলছে। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ২৩,১২৩ কোটি টাকার ‘ইমার্জেন্সি কোভিড ১৯ রেসপন্স প্যাকেজ’-এর অনুমোদন দেয়। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই অনুমোদনের ১৫ হাজার কোটি টাকা সরাসরি কেন্দ্র খরচ করবে এবং রাজ্যগুলির মধ্যে ৮ হাজার কোটি টাকা বন্টন করা হবে। এই মর্মে রাজ্যগুলির কাছ থেকে কোভিড প্যাকেজের টাকা কী ভাবে খরচের পরিকল্পনা করা হচ্ছে, তার উত্তর চেয়ে পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File