Mahakumbh | মতবদল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, 'বিপজ্জনক ব্যাকটেরিয়া ছিলনা কুম্ভের জলে' পেশ নতুন রিপোর্ট
Sunday, March 9 2025, 3:54 pm

জাতীয় পরিবেশ আদালতে নতুন রিপোর্ট দিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলছে, প্রয়াগরাজের সঙ্গমের জল মহাকুম্ভের সময় স্নানের উপযুক্ত ছিল।
গত মাসে মহাকুম্ভের সময় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এক রিপোর্টে জানিয়েছিল, প্রয়াগরাজের সঙ্গমের জলে ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া। ওই জল স্নানের উপযুক্ত নয়। এ দাবিতে বিতর্ক ঘনিয়ে আসতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসরে নামেন। তিনি বলেন, সঙ্গমের জল স্নানের তো বটেই, পানেরও উপযুক্ত। এবার নয়া রিপোর্টে যোগীর মতেই মত দিলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এবারের রিপোর্টে তাঁরা বললো, 'সার্বিকভাবে গোটা সঙ্গম এলাকার হিসাব করলে জলের মান ঠিকই ছিল। স্নানের উপযুক্ত ছিল।'
- Related topics -
- দেশ
- মহাকুম্ভ
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- জলদূষণ
- জল দূষণ
- পরিবেশ দূষণ
- প্রয়াগরাজ
- উত্তরপ্রদেশ
- যোগী আদিত্যনাথ