Whatsapp Scam | সিবিআই ‘সেজে’ হোয়াটসঅ্যাপে প্রতারণা! ব্যবহার করা হচ্ছে সিবিআই আধিকারিকদের স্বাক্ষরযুক্ত জাল নথি
Wednesday, August 7 2024, 2:26 pm
 Key Highlights
Key Highlightsকেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সতর্ক করে আমজনতাকে জানানো হয়েছে যে সিবিআই ‘সেজে’ হোয়াটসঅ্যাপে প্রতারণার জাল ফেলেছে হ্যাকাররা।
সিবিআই ‘সেজে’ হোয়াটসঅ্যাপে প্রতারণার জাল ফেলেছে হ্যাকাররা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সতর্ক করে আমজনতাকে জানানো হয়েছে যে, সিবিআই অফিসার সেজে,নেটিজেনদের বোকা বানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে। সিনিয়র সিবিআই অফিসারদের নাম এবং পদবির অপব্যবহার করে, ডিরেক্টর-সহ সিবিআই আধিকারিকদের স্বাক্ষরযুক্ত জাল ওয়ারেন্ট/সমন-সহ জালিয়াতি করার জন্য ব্যবহার করা হচ্ছে। পাঠানো হচ্ছে ইন্টারনেট/ইমেল/হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যমে। এমনকি সিবিআইয়ের লোগোও ব্যবহার করছে হ্যাকাররা। সেই লোগোকে ডিসপ্লে পিকচার হিসেবে ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল করে টাকাও চাওয়া হচ্ছে।
-  Related topics - 
- ক্রাইম
- প্রযুক্তি
- হোয়াটস্যাপ
- প্রতারণা
- সিবিআই
- সাইবার ক্রাইম

 
 