Food Supplements | ফুড সাপ্লিমেন্ট এবার ওষুধের তালিকায়! সুপারিশ করলো কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক কমিটি!

ওষুধের দোকানে পাওয়া যায় এমন অধিকাংশ ফুড সাপ্লিমেন্টকে ‘নিউট্রাসিউটিক্যালসের’ অন্তর্গত খাদ্যদ্রব্যের তালিকা থেকে সরানোর সুপারিশ করলো কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক কমিটি।
দেশবাসীর স্বাস্থ্যের স্বার্থে ওষুধের দোকানে পাওয়া যায় এমন অধিকাংশ ফুড সাপ্লিমেন্টকে ‘নিউট্রাসিউটিক্যালসের’ অন্তর্গত খাদ্যদ্রব্যের তালিকা থেকে সরানোর সুপারিশ করলো কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক কমিটি। ওই ফুড সাপ্লিমেন্টগুলিকে ওষুধ বা ড্রাগের তালিকাভুক্ত করার সুপারিশ দিয়েছেন আন্তঃমন্ত্রক কমিটির সদস্যরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আয়ুষ, রসায়ন ও সার এবং খাদ্য সরবরাহ ও প্রক্রিয়াকরণ মন্ত্রকের সচিব পর্যায়ের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত জমা পড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে।