মুম্বাইবাণিজ্য নগরীতে গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা, তবে কি এবার ২৬/১২ হানার ছক !
"২৬/১১" তারিখটা শুনলে এখনও শিহরণ দিয়ে ওঠে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বাণিজ্যনগরী মুম্বাইকে সতর্ক করলো '২৬/১২'-এর জন্য। ২২ জনের একটি জঙ্গির দল আছে ও তাদের মাথাপিছু ২০ লক্ষ টাকার টোপ দেওয়া হয়েছে, কিন্তু সংস্থার নাম জানা যায়নি। হামলা হতে পারে বিমানবন্দরে। তাই শুধু মুম্বাই নয় দেশের সকল বিমানবন্দরে করা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দর, টার্মিনাল, অ্যাপ্রন এলাকায় সব ধরনের লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাত্রীর শরীর, মালপত্র ও পরিচয়পত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। পূর্বে অনেকবার সতর্কতা জারি হলেও তারিখ জানা যায়নি, কিন্তু এবার নির্দিষ্টভাবে '২৬/১২' জানিয়ে দেওয়ায় প্রশাসনের সতর্কতা তুঙ্গে, শুধু সড়ক পথে নয়, সবদিকেই জারি হয়েছে 'এলার্ট'।