পরিবহন

কলকাতার গুরুত্ব বাড়ছে বিমান সারানো, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে

কলকাতার গুরুত্ব বাড়ছে বিমান সারানো, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে
Key Highlights

বিমান সারানো এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কলকাতাকে ব্যবহার করতে চায় কেন্দ্র। সম্প্রতি যে ৮টি বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে দিল্লি, চেন্নাইয়ের সঙ্গে কলকাতাও রয়েছে। বিমানের রক্ষণাবেক্ষণের জন্য মেনটিন্যান্স-রিপিয়ারিং-ওভারহলিং কেন্দ্র রয়েছে বিশ্ব জুড়ে। এই মুহূর্তে ভারতে চারটে এমআরও রয়েছে হায়দরাবাদে, তামিলনাড়ু, কোচি এবং নাগপুরে। কেন্দ্র বাড়াতে চায় সংখ্যাটা । কারণ, দেশের আকাশে এখন যত বিমান উড়ছে, তাদের সকলের রক্ষণাবেক্ষণ দেশের এই চারটি কেন্দ্রের পক্ষে করা সম্ভব নয়। ফলে, বহু বিমানকেই রক্ষণাবেক্ষণের জন্য বিদেশে উড়ে যেতে হয়।