জন্মনিয়ন্ত্রণ বিল: আপাতত ভাবছেনা কেন্দ্র, তবে লক্ষ্য আগামী লোকসভা নির্বাচন
Wednesday, July 28 2021, 12:38 pm
Key Highlights
দেশের একাধিক বিজেপি সাংসদ চান, দ্রুত গোটা দেশে বাধ্যতামূলক করা হোক জন্মনিয়ন্ত্রণ আইন। ইতিমধ্যেই বিজেপি-শাসিত অসম ও উত্তরপ্রদেশ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ঘোষণা করেছে। এই প্রসঙ্গে রাজ্যসভায় শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ও বিজেপি সাংসদ অনিল আগরওয়াল জানতে চেয়েছেন কেন্দ্র কি গোটা দেশের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে চাইছে? মন্তব্যে রাশিবিজ্ঞান ও প্রকল্প রূপায়ণ দফতরের মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংহ জানিয়েছেন, সরকারের আপাতত কোনও পরিকল্পনা নেই। তবে বিরোধীদের আশঙ্কা হিন্দু ভোট মেরুকরণের উদ্দেশ্যে আগামী লোকসভা নির্বাচনের আগে জন্মনিয়ন্ত্রণ বিল আনতে পারে কেন্দ্র।
- Related topics -
- দেশ
- আইন
- রাজ্যসভার সাংসদ