Pataudi Family | নতুন সমস্যায় সইফের পরিবার! পতৌদি পরিবারের ১৫০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে নিতে পারে কেন্দ্র সরকার
শত্রু সম্পত্তি আইন, ১৯৬৮ এর জন্যই সইফের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি সরকারের হাতে চলে যেতে পারে।
সম্প্রতি নিজের বাড়িতে হামলায় গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা সইফ আলী খান। এবার শোনা যাচ্ছে পতৌদি পরিবারের ১৫০০০ কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে! শত্রু সম্পত্তি আইন, ১৯৬৮ এর জন্যই সইফের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি সরকারের হাতে চলে যেতে পারে। সেই সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাগ স্টাফ হাউস, নুর উস সাবাহ প্যালেস, দার আস সালাম, হাবিবি বাংলো, আহমেদাবাদ প্যালেস ইত্যাদি। উল্লেখ্য, শত্রু সম্পত্তি আইন অনুযায়ী দেশভাগের পর যারা পাকিস্তান চলে গিয়েছিলেন তাদের সম্পত্তির উপরে দাবি করতে পারে কেন্দ্রীয় সরকার।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেতা
- সাইফ আলি খান
- সাইফ আলী খান
- কেন্দ্রীয় সরকার