দেশ

Medicine Ban | একাধিক ওষুধ নিষিদ্ধ করেছে সরকার! দেখে নিন এই ওষুধ আপনি নিয়মিত ব্যবহার করেন না তো?

Medicine Ban | একাধিক ওষুধ নিষিদ্ধ করেছে সরকার! দেখে নিন এই ওষুধ আপনি নিয়মিত ব্যবহার করেন না তো?
Key Highlights

প্যারাসিটামল সহ ১৪টি ওষুধ নিষিদ্ধ করেছে সরকার। বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এই ওষুধ গুলি নষ্ট করতে পারে কিডনি থেকে শুরু করে হার্ট।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় জ্বর বা বমি বমি ভাব বা মাথাব্যথা এরকমই হালকা কোনরকম শরীর অসুস্থতা বোধ করলে বেশিরভাগ মানুষই নিকটবর্তী মেডিকেল স্টোর (Medical Store) অর্থাৎ ওষুধের দোকানে গিয়ে কোন রকম পরামর্শ না নিয়েই কেবল ওষুধের নাম বলে সেটি কিনে খাচ্ছেন। এসব ক্ষেত্রে বেশি ব্যবহৃত ওষুধগুলি হল, জ্বরের জন্য প্যারাসিটামল (Paracetamol), মাথা ব্যথার জন্য স্যারিডন (Saridon) ইত্যাদি। তবে যদি প্যারাসিটামলের মত ওষুধের ওপর আপনি নির্ভরশীল হয়ে থাকেন তাহলে পড়তে পারেন বিপদে। কারণ এইসব ওষুধ আর পাওয়া যাবে না বাজারে।

ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ করা হবে বেশ কয়েক ওষুধ। যার মধ্যে রয়েছে প্যারাসিটামল। কেবল প্যারাসিটামলই নয়, তাৎক্ষণিক ত্রাণ দেয় এমন ১৪ টি ওষুধ নিষিদ্ধ করেছে সরকার। সরকারের ধারণা এই ১৪টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ (Fixed Dose Combination Drugs) স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ফলে এই ওষুধ গুলির ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে আমজনতার।

সূত্র মারফত খবর, একটি বিশেষজ্ঞ কমিটির পরামর্শের ফলেই এই ১৪টি ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, জ্বর (Fever), মাথাব্যথা (Headache), পেশি ব্যথা (Muscle Pain), দাঁতের ব্যথা (Toothache), বাতের ব্যথা (Rheumatoid Pain), অস্টিওআর্থারাইটিস (Osteoarthritis) প্রভৃতি কারণে আমরা যে প্যারাসিটামল এবং এর সংমিশ্রণ ওষুধ আমরা খেয়ে থাকি তা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

বিশেষজ্ঞ কমিটির মতে, এই ধরনের এফডিসি (FDC) ওষুধ অতিরিক্ত ব্যবহারে নষ্ট করতে পারে লিভার (Liver), কিডনি (Kidney), এবং হার্ট (Heart)। যার ফলে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট ১৯৪০ এর ২৬এ ধারা (Drug And Cosmetic Act,1940: Section 26A) অনুযায়ী নিষিদ্ধ করা হলো এই ১৪টি ওষুধ। নিষিদ্ধ করা হয়েছে এই ওষুধ গুলির উৎপাদন বিতরণ এবং বিক্রি।

এফডিসি ওষুধ কী? | What Is FDC Medicine?

এফডিসি কথার অর্থ হলো, ফিক্সড ডোজ কম্বিনেশন। অর্থাৎ এটি এমন একটি ওষুধ যা দুই বা ততোধিক সংমিশ্রণ থেকে প্রস্তুত করা হয়। এই ধরনের ওষুধ বর্তমানে আমেরিকা (America) সহ অনেক দেশেই নিষিদ্ধ করা হয়েছে। তবুও এই ধরনের ওষুধের বিক্রয় সব থেকে বেশি ভারতে (India)। ফলে আমজনতার শরীর সুস্থতার কথা ভেবে এবার এই ওষুধগুলি নিষিদ্ধ করার পথেই হাঁটলো ভারত সরকার (Government of India)।

তবে, এর আগেও এই প্রকারের ওষুধ নিষিদ্ধ করেছিল সরকার। ২০১৬ সালে ৩৪৪টি ওষুধের সংমিশ্রণ তৈরি, বিতরণ এবং বিক্রয় নিষিদ্ধ করে ভারত সরকার। সুপ্রিম কোর্ট (Supreme Court) দ্বারা বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি জানায়, কোনও বৈজ্ঞানিক তথ্য ছাড়াই রোগীদের কাছে এইসব ওষুধ বিক্রি করা হচ্ছে। এরপরে সেই সমস্ত ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। যদিও সেই আদেশকে চ্যালেঞ্জ করেছে ওষুধ কোম্পানিগুলি।

নিষিদ্ধ হওয়া ওষুধের তালিকা | Banned Medicine :

নাইমসুলাইড + প্যারাসিটামল

ক্লোরফেনিরামিন + কোডাইন ফসফেট + মেন্থল

ফেনিটোইন + ফেনোবারবিটোন সোডিয়াম

প্যারাসিটামল + প্রোপিফেনাজোন + ক্যাফেইন

প্যারাসিটামল + ফেনাইলফ্রাইন + ক্যাফেইন

অ্যামোক্সিসিলিন + ব্রোমহেক্সিন

ফ্যালিকোডাইন + প্রোমেথাযাইন

ইমিপ্রামাইন + ডায়াজেপাম

সালবুটামল + ব্রোমহেক্সিন

ক্লোরফেনিরামাইন ম্যালেট + কোডাইন সিরাপ

অ্যামোনিয়াম ক্লোরাইড + ব্রোমহেক্সিন + ডেক্সট্রোমেথরফ

ব্রোমহেক্সিন + ডেক্সট্রোমেথরফান + অ্যামোনিয়াম ক্লোরাইড + মেন্থল

ডেক্সট্রোমেথরফান + ক্লোরফেনিরামিন + গুয়াইফেনেসিন + অ্যামোনিয়াম ক্লোরাইড

ক্যাফেইন + প্যারাসিটামল + ফেনাইলফ্রাইন + ক্লোরফেনিরামিন

ক্লোরফেনিরামাইন ম্যালেট + ডেক্সট্রোমেথরফান + ডেক্সট্রোমেথরফান + গুয়াইফেনেসিন + অ্যামোনিয়াম

শীর্ষ আদালত তারা গঠিত বিশেষজ্ঞদের কমিটি রিপোর্ট পেশ করে, যেখানে উল্লেখ করা হয়েছে যে উপরোক্ত ওষুধগুলির অতিরিক্ত ব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। লিভার, কিডনি, হার্ট নষ্ট করার সঙ্গে শরীরে ডেকে আনতে পারে মারণ রোগ। ফলে আপনি যদি এই ওষুধগুলি ব্যবহার করে থাকেন তাহলে আজই চিকিৎসকের পরামর্শ নিয়ে বদলে নিন এই ওষুধ।


Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য