OLA-Uber | ডেস্টিনেশন এক, কিন্তু সাধারণ স্মার্টফোনের চেয়ে মাত্রারিক্ত ভাড়া দেখানো হচ্ছে দামি ফোনে! Ola ও Uberকে নোটিশ দিলো কেন্দ্র

Thursday, January 23 2025, 1:30 pm
highlightKey Highlights

অ্যাপ ক্যাব সংস্থা Ola ও Uberকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি!


অ্যাপ ক্যাব সংস্থা Ola ও Uberকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি! সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, জায়গায় যেতে দু’‌রকম ভাড়া দেখানো হচ্ছে সাধারণ স্মার্টফোন ও আইফোনে। দেখা গিয়েছে, সাধারণ স্মার্টফোন থেকে অ্যাপ ক্যাব বুক করলে একরকম ভাড়া দাবি করা হচ্ছে। আর সেই একই রুটে আইফোন দিয়ে অ্যাপ ক্যাব বুক করলে ভাড়া বেড়ে যাচ্ছে। অর্থাৎ স্মার্টফোনের ধরন অনুযায়ী বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া। এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File