শীঘ্রই বাজবে বিয়ের সানাই! ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী মৌনী রায়

Thursday, March 18 2021, 1:26 pm
শীঘ্রই বাজবে বিয়ের সানাই! ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী মৌনী রায়
highlightKey Highlights

বলিউডে এখন বিয়ের মরশুম লেগেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার ​শিগগিরই বিয়ে করতে বসেছেন মৌনী রায়। ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন মৌনী। সম্প্রতি মৌনীর মা সূরজের বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন। আর পাত্র-পাত্রীর পরিবারের এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল মন্দিরা বেদীর বাড়িতে। মন্দিরা বেদী মৌনী এবং তাঁর ভাইয়ের ভীষণই কাছের। আর সেই সাক্ষাৎকারের ঝলক অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। মৌনি অভিনয়ের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম পেজে বেশ সক্রিয়। ফ্যান ফলোয়ার সংখ্যা নেহাত কম কিছু নয়৷ অভিনেত্রীর প্রায়শই নানান ফটোশুট ও নাচের ভিডিও ভাইরাল হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File