সারোগেসি বিতর্কের সামনে এল নয়া তথ্য, ছ'বছর আগেই বিবাহ করেছিলেন নয়নতারা-ভিগনেশ

Sunday, October 16 2022, 6:28 pm
highlightKey Highlights

চেন্নাইয়ের যে হাসপাতালে নয়নতারা-ভিগনেশের সন্তানদের জন্ম হয়, সেখানেও গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তারকা দম্পতি জানিয়েছেন, সব নিয়ম মেনেই অভিভাবক হয়েছেন তাঁরা।


বিয়ের চার মাসের মধ্যেই যমজ সন্তানের অভিভাবক হলেন তারকা দম্পতি! কী ভাবে তা সম্ভব? উত্তর খুঁজতে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং ভিগনেশ শিবনকে জেরা করতে পারে স্বাস্থ্য দপ্তর। কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম এমনটাই জানিয়েছিলেন।

নেটমাধ্যমে যমজ পুত্রের ছবি পোস্ট করতেই শুরু চর্চা! সারোগেসির মাধ্যমেই কী চটজলদি অভিভাবক হলেন নয়নতারা-ভিগনেশ ?

নবদম্পতির সন্তান আগমনের বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। এই বিতর্কের মাঝেই সামনে এসেছে নয়া তথ্য। জানা যায়, ছ'বছর আগেই রেজিস্ট্রি বিয়ে সেরে রেখেছিলেন নয়নতারা এবং ভিগনেশ। সম্প্রতি সেই হলফনামা সহ তাঁদের আইনি বিয়ের যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছে তারকা-জুটি।

Trending Updates

সারোগেসি অ্যাক্ট, ২০২১ অনুযায়ী, বিয়ের পরে অন্তত পক্ষে ৫ বছর কাটলে তবেই কোনও দম্পতি সারোগেসির আবেদন করতে পারে। যিনি সন্তানের জন্ম দেবেন, তাঁকেও হতে হবে সেই দম্পতির নিকট আত্মীয়।

শোনা যাচ্ছে, যিনি তারকা-জুটির সন্তানের জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়। সেই মহিলা থাকেন সংযুক্ত আরব আমিরশাহিতে। চেন্নাইয়ের যে হাসপাতালে তাঁদের সন্তানদের জন্ম হয়, সেখানেও গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নয়নতারা এবং ভিগনেশ আস্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই অভিভাবক হয়েছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File