আন্তর্জাতিক

Gaza | যুদ্ধবিরতি শেষ, হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, গাজার সবরকম মানবিক সাহায্য স্থগিত করল ইজরায়েল

Gaza | যুদ্ধবিরতি শেষ, হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, গাজার সবরকম মানবিক সাহায্য স্থগিত করল ইজরায়েল
Key Highlights

গাজায় সব ধরনের মানবিক সাহায্য পাঠানো বন্ধ করল ইজরায়েল। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল কিনা।

দীর্ঘ আলোচনার পর কাতার, মিশর ও আমেরিকার হস্তক্ষেপে গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে চুক্তির শেষ মুহূর্তে বন্দিদের নামের তালিকা নিয়েও মতবিরোধ হয় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং হামাসের মধ্যে। শনিবার যুদ্ধবিরতি শেষ হয়েছে। এবং একই সাথে গাজায় সব ধরনের মানবিক সাহায্য পাঠানো বন্ধ করেছে ইজরায়েল। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি শুরু হওয়ার জন্যে আবারও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ‘দরাদরি’তে বসতে হবে। সেক্ষেত্রে, হামাসকে অবশিষ্ট ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দিতে হবে।