COVID 19 KP.3 | আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট! KP.3-তে আক্রান্ত ৩৬.৯ শতাংশ জনগণ!

Wednesday, July 10 2024, 5:09 am
highlightKey Highlights

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, কোভিড ১৯-র নয়া ভেরিয়েন্ট কেপি ৩ (KP.3) দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে।


ফের ভয় ধরাচ্ছে করোনার ভাইরাসের নয়া ভেরিয়েন্ট। সম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, কোভিড ১৯-র নয়া ভেরিয়েন্ট কেপি ৩ (KP.3) দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে। গত ২৩ সে জুন থেকে ৬ জুলাই এই ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৩৬.৯ শতাংশ। এই ক্ষেত্রে JN.1 ভেরিয়েন্টের অনুরূপ উপসর্গ দেখা যায়। CDC-এর তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস, লুইসিয়ানা, নিউ মেক্সিকো, ওকলাহোমা এবং টেক্সাসে সবচেয়ে বেশি পজিটিভ রিপোর্ট এসেছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File