R G Kar | আরজিকর ঘটনার তথ্য প্রমাণ বদল করা হয়েছে টালা থানাতেই? চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
Wednesday, September 25 2024, 2:51 pm
Key Highlightsসিবিআইয়ের দাবি, থানার অন্দরেই তথ্য প্রমাণ বদল করা হয়েছে, তৈরি করা হয়েছে ভুয়ো রেকর্ড!
আরজিকর ঘটনা সামনে আসতেই পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এবার সিবিআইয়ের দাবি, থানার অন্দরেই তথ্য প্রমাণ বদল করা হয়েছে, তৈরি করা হয়েছে ভুয়ো রেকর্ড! বিশেষ সিবিআই আদালতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যখন আদালতে জামিনের আবেদন জানান, তখন সিবিআই বেশ কিছু যুক্তি পেশ করে জামিনের বিরোধিতা করেছে। সেই সব যুক্তির একটি পয়েন্টে ছিল এই ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ। তদন্তকারীদের দাবি, টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানানো হয়েছে।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- ক্রাইম
- সিবিআই

