RG Kar | মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছে ধৃত সঞ্জয়ই! ২০০ জন সাক্ষীর বয়ান সহ ৫৫ পাতার চার্জশিট দিলো CBI
Monday, October 7 2024, 6:32 pm
Key Highlightsআরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে দাবি সিবিআইয়ের।
আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে দাবি সিবিআইয়ের। ঘটনার তদন্তভার হাতে নেওয়ার ৫৬ দিনের মাথায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। ৫৫ পাতার চার্জশিটে রয়েছে ২০০ জন সাক্ষীর বয়ান। চার্জশিটে সঞ্জয় রায়ই খুন ও ধর্ষণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সে একাই এই কাজ করেছে বলে উল্লেখ রয়েছে। সঙ্গে তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ আনা হয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে।

