আর জি কর কান্ড

RG Kar | ‘আরও জোরালো তথ্যপ্রমাণ জোগাড় করে দেওয়া হবে চার্জশিট’! আরজিকর কাণ্ড নিয়ে বক্তব্য CBIর

RG Kar | ‘আরও জোরালো তথ্যপ্রমাণ জোগাড় করে দেওয়া হবে চার্জশিট’! আরজিকর কাণ্ড নিয়ে বক্তব্য CBIর
Key Highlights

তাদের দাবি, ৯০ দিনের মধ্যে তাঁরা চার্জশিট দিতে পারেননি তেমনটা নয়। তাঁরা দেননি।

আরজিকর কাণ্ড সংক্রান্ত চার্জশিট নির্দিষ্ট সময়ে দেয়নি সিবিআই। যার জেরে জামিন পেয়েছেন ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। এরপরই ক্ষুব্ধ আম জনতা সহ চিকিৎসক মহল। গতকাল সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানেই তদন্তকারী আধিকারিকরা জানান, জামিন পেয়েছে মানে অভিযোগ থেকে মুক্তি পেয়েছে তা নয়। তাদের দাবি, ৯০ দিনের মধ্যে তাঁরা চার্জশিট দিতে পারেননি তেমনটা নয়। তাঁরা দেননি। কারণ আরও কিছু জোরালো তথ্যপ্রমাণ জোগাড় করে তবেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন।