ভোট পরবর্তী অশান্তির তদন্তের সুবিধার্থে সিবিআই বাংলাকে চার ভাগে ভাগ করল

Friday, August 27 2021, 4:43 pm
ভোট পরবর্তী অশান্তির তদন্তের সুবিধার্থে সিবিআই বাংলাকে চার ভাগে ভাগ করল
highlightKey Highlights

বাংলার বিধানসভা ভোটকে কেন্দ্র করে ঘটা হিংসা নিয়ে জোর কদমে আসরে নেমে পড়ল সিবিআই। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার পেয়েছে । আর তারপরই সিবিআই ওইসব মামলার তদন্তের দায়িত্ব নিয়ে মোট ৯টি মামলা রুজু করেছে। ইতিমধ্যেই তদন্তের সুবিধার্থে বাংলাকে চার ভাগে ভাগ করে নিয়েছে সিবিআই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্বাঞ্চল ও কলকাতা-এই চারটি ভাগে ভাগ হয়ে কাজ শুরু করেছে সিবিআই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File